যুবলীগ নেতা মোস্তফা কামালের উপর হামলার প্রতিবাদে কচুয়া উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের নন্দনপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় জনগনের আয়োজনে মানববন্ধন শেষে সমাবেশে বক্তাগন ২৮জানুয়ারি সন্ধ্যায় আলিয়ারা বাজারে ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামালের উপর বর্বরচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অচিরেই ঘটনার সাথে সম্পৃক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।এসময় সমাবেশে বক্তব্য রাখেন, নন্দনপুর বাজার কমিটির সাধারন সম্পাদক যুবলীগ নেতা রুবেল, আওয়ামী লীগ নেতা মনির হোসেন, মফিজুল ইসলাম প্রমূখ। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিপুল সংখ্যক জনগন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে।
ওয়েবসাইট নকশা: ইয়োলো হোস্ট
Leave a Reply